সর্বশেষ

জাতীয়

সীমান্তে পুশ–ইন ফরমাল চ্যানেল ছাড়া গ্রহণযোগ্য নয়: নিরাপত্তা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৭ মে, ২০২৫ ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গাবিষয়ক প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটেটিভ খলিলুর রহমান বলেছেন, ভারত থেকে বাংলাদেশে নাগরিক পুশ–ইন করার প্রক্রিয়া সঠিক নয় এবং এটি ফরমাল চ্যানেলের মাধ্যমেই হওয়া উচিত।

আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিক এবং কুড়িগ্রাম সীমান্ত হয়ে আরও ৩৬ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ–ইন করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে খলিলুর রহমান বলেন, "আমরা প্রতিটি কেস আলাদাভাবে মূল্যায়ন করছি। যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক বলে প্রমাণিত হয়, তবে আমরা তাকে গ্রহণ করব। তবে সেটি হতে হবে নির্ধারিত ফরমাল চ্যানেলের মাধ্যমে। এভাবে সরাসরি পুশ–ইন করা গ্রহণযোগ্য নয়।"

ভারতের সঙ্গে এই ইস্যুতে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।"

এছাড়া পররাষ্ট্রসচিব পরিবর্তন সংক্রান্ত গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে খলিলুর রহমান বলেন, "সে রকম কিছু হলে আপনারা অবশ্যই জানবেন।"

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন