সর্বশেষ

সারাদেশ

আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় চার ইভেন্টে চ্যাম্পিয়ন এডওয়ার্ড কলেজ

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বুধবার, ৭ মে, ২০২৫ ২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজ।

সোমবার (৫ মে) ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে অনুষ্ঠিত দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

মোট ১২টি ইভেন্টের মধ্যে চারটিতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কয়েকটি ইভেন্টে রানার্সআপ, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা।

টেবিল টেনিস (দ্বৈত, ছাত্র) ইভেন্টে শিরোপা জিতেছেন সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছাব্বির হোসেন ও ডিগ্রী পাস কোর্সের ৩য় বর্ষের শিক্ষার্থী হাসিবুল হাসান। একক টেবিল টেনিসেও বিজয়ী হয়েছেন ছাব্বির হোসেন।

টেবিল টেনিস (দ্বৈত, ছাত্রী) বিভাগে চ্যাম্পিয়ন হন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ জহুরা এবং ডিগ্রী পাস কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিম খাতুন।

দাবা (ছাত্র) বিভাগে প্রথম স্থান অধিকার করেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফিউজ্জামান বাপ্পি। এছাড়া সাঁতার ফ্রি স্টাইল ও ব্রেস্ট স্ট্রোক (ছাত্র) ইভেন্টে দ্বিতীয় হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সেজান হোসাইন। ৪০০ মিটার দৌড়ে তৃতীয় হন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা।

ফুটবল ইভেন্টে চূড়ান্ত পর্বে উঠে রানার্সআপ হয়েছে এডওয়ার্ড কলেজের দল।

মঙ্গলবার (৬ মে) বিজয়ী শিক্ষার্থীরা কলেজে ফিরে এলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া।

এ সময় অধ্যক্ষ বলেন, “১২৭ বছরের গৌরবময় ইতিহাসের ধারাবাহিকতায় আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে সাফল্য এনে চলেছে। দেশ-বিদেশে প্রাক্তন শিক্ষার্থীদের সুনাম আমাদের অনুপ্রেরণা জোগায়।”

ছাত্রদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে এ সাফল্যের খবরে। কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান শ্রাবণ বলেন, “উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত সরকারি এডওয়ার্ড কলেজ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও শীর্ষ অবস্থানে। এ অর্জন আমাদের গর্বিত করেছে।”

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন