সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ: গণহত্যার বিচার ও এটিএম আজহারের মুক্তির দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

বুধবার, ৭ মে, ২০২৫ ২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’সহ সকল গণহত্যার বিচার, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৭ মে) বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের তুফান কোম্পানির মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনারোড মোড়ে অবস্থিত শহীদ আসিফ চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচির আয়োজন করে ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর ও জেলা শাখা।

সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও খুলনা মহানগরীর সভাপতি আরাফাত হোসেন। আরও বক্তব্য দেন জেলা সভাপতি ইমামুল হোসেন, সাবেক কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, এক বছর আগে শুরু হওয়া ‘জুলাই বিপ্লব’-এর পরেও বিগত সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও মিথ্যা মামলার কোনো সুষ্ঠু তদন্ত কিংবা বিচার হয়নি। তাঁরা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং শেখ হাসিনার সরকারের সময়ে দায়ের হওয়া সকল রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় রাজপথে দুর্বার গণআন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন