বিনোদন

অহনার সেই গোপন প্রেমিকের নাম প্রকাশ করে দিলেন শামীম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৭ মে, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সম্প্রতি অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান।

এর কারণ হিসেবে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কথা উল্লেখ করেন তিনি। অহনার এই মন্তব্যের পর থেকেই তার প্রাক্তন প্রেমিক কে, তা নিয়ে শুরু হয় আলোচনা। এই আলোচনায় বারবার উঠে আসে অভিনেতা শামীম হাসান সরকারের নাম। এবার শামীম নিজেই স্পষ্ট করলেন যে, তিনি সেই ব্যক্তি নন। একই সাথে তিনি প্রকাশ করেছেন অহনার সেই 'গোপন' প্রেমিকের নাম।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অহনা নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে ব্যবহার করেন কঠোর শব্দাবলী। তিনি বলেন, "আমার প্রাক্তন একটা জানো...য়া...র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে।" এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই অহনার প্রাক্তন হিসেবে শামীম হাসান সরকারের নাম উল্লেখ করেন।

তবে শামীম হাসান সরকার শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। সেই সময়ে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, "সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কি না! সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না। সে যেই প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি। আমিও তার নাম বলব না। কিন্তু সেই ব্যক্তি আমি না, এটা সবার জানার দরকার।"

এবার আর নাম গোপন রাখলেন না শামীম। গত মঙ্গলবার সন্ধ্যায় কিছু গুরুতর অভিযোগের জবাব দিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অহনার সেই মন্তব্য প্রসঙ্গে বলেন, "সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘প্রাক্তন একটা জানো...য়া...র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই প্রাক্তন জানো...য়া...রটার সাথে আমি নেই।"

সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন, "অহনা তো নামটা বলতে পারেনাই, ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সাথে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সাথে সম্পর্কে ছিল। আমার এ কারণেই ওর সাথে (অহনা) সম্পর্ক টেকে নাই।"

অর্থাৎ, শামীমের দাবি অনুযায়ী অহনার সেই 'জানোয়ার' প্রাক্তন প্রেমিক হলেন 'বরবাদ' সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। শামীম আরও জানান, অহনার সাথে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনেও এই দীর্ঘদিনের সম্পর্কটি কারণ ছিল। এই তথ্য প্রকাশের পর অহনার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং অভিনয় জগৎ থেকে তার সরে যাওয়ার কারণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন