আন্তর্জাতিক
ভারতের হামলার পর পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। সীমান্ত এলাকায় তাদের সেনাবাহিনীর গুলিবর্ষণ ও কামানের গোলায় ভারতের অন্তত ১০ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।
ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ রাশিয়ার, সংযমের আহ্বান

ডেস্ক রিপোর্ট
বুধবার, ৭ মে, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের হামলার পর পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। সীমান্ত এলাকায় তাদের সেনাবাহিনীর গুলিবর্ষণ ও কামানের গোলায় ভারতের অন্তত ১০ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।
এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে রাশিয়া। বুধবার (৭ মে) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, “দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও পাকিস্তান—দুই দেশের সঙ্গেই আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা সন্ত্রাসবাদের যেকোনো রূপের বিরোধিতা করি এবং এর নিন্দা জানাই।”
রাশিয়া আরও জানিয়েছে, পরিস্থিতি শান্ত করতে চাইলে মস্কো নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনে প্রস্তুত রয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি রক্ষায় নিজেদের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দেশটি।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর