পাল্টাপাল্টি হামলায় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো রুট বদলাচ্ছে

বুধবার, ৭ মে, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।
পাকিস্তানের দাবি, এই হামলায় অন্তত ২৬ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। পাল্টা জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।
ভারত-পাকিস্তান আকাশপথে এই সংঘর্ষের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও এর প্রভাব পড়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার একাধিক এয়ারলাইন্স ইউরোপগামী ফ্লাইটের রুট পরিবর্তন অথবা বাতিল করেছে।
তাইওয়ানের ইভা এয়ার জানিয়েছে, ভারত ও পাকিস্তানের সংঘাতপূর্ণ আকাশপথ এড়িয়ে নতুন রুট নির্ধারণ করছে তারা। ভিয়েনা থেকে ছেড়ে যাওয়া একটি ফ্লাইট ফিরিয়ে নেওয়া হয়েছে, আর তাইপেই থেকে মিলানগামী একটি ফ্লাইট ভিয়েনায় থেমে জ্বালানি নিয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা করবে।
দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার জানায়, তারা সিওল থেকে দুবাইগামী ফ্লাইটের রুট পরিবর্তন করেছে। এখন এই ফ্লাইট পাকিস্তানের আকাশ না ছুঁয়ে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে যাত্রা করবে।
থাই এয়ারওয়েজ জানিয়েছে, ইউরোপ ও দক্ষিণ এশিয়ামুখী ফ্লাইটগুলো নতুন রুটে পরিচালিত হচ্ছে, যার ফলে কিছু ফ্লাইটে বিলম্ব হতে পারে।
ভিয়েতনাম এয়ারলাইন্স এবং চায়না এয়ারলাইন্সও জানিয়েছে, চলমান উত্তেজনার কারণে তাদের ফ্লাইট পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, কাতার এয়ারওয়েজ পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানে ফ্লাইট চলাচল স্থগিত করেছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল, যা এখন সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নিয়েছে। ভারত সরকার জানিয়েছে, তারা ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে। তবে পাকিস্তান দাবি করছে, ভারত বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ভারত সে অভিযোগ অস্বীকার করে বলছে, পাকিস্তানের সামরিক স্থাপনাই তাদের লক্ষ্য ছিল।
১২২ বার পড়া হয়েছে