সর্বশেষ

আন্তর্জাতিক

কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত, স্বীকার করলো ভারত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৭ মে, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের আকাশে মঙ্গলবার রাতে তিনটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় প্রশাসনের চারটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলার দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানান, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ এবং একটি মিগ-২৯। তবে ভারত এ দাবির পক্ষে বা বিপক্ষে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করে ভারতীয় কর্তৃপক্ষ।

অন্যদিকে, পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর এক সন্ত্রাসী হামলায় ২৬ জন প্রাণ হারান। ওই ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। প্রতিদিন সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটছে।

সাম্প্রতিক এ সংঘাত দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়ে তুলেছে বলে মত বিশ্লেষকদের।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন