সর্বশেষ

আন্তর্জাতিক

ভারতের হামলাকে ‘যুদ্ধ ঘোষণা’ বলছে পাকিস্তান, সেনাবাহিনীকে দেয়া হল ‘পূর্ণ ক্ষমতা’

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৭ মে, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মঙ্গলবার রাতে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলাকে ‘অযৌক্তিক যুদ্ধ ঘোষণা’ এবং ‘পাকিস্তানের সার্বভৌমত্বের জঘন্য লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।

এই পরিস্থিতিতে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (NSC) সশস্ত্র বাহিনীকে পাল্টা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার 'পূর্ণ অনুমোদন বা ক্ষমতা' দিয়েছে।

বুধবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভারত ‘পরিকল্পিতভাবে’ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং আজাদ জম্মু-কাশ্মীরের বেসামরিক এলাকায়, এমনকি মসজিদ ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে, যাতে বহু নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে।

কমিটির বিবৃতিতে বলা হয়, এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। চলমান আঞ্চলিক উত্তেজনার জন্য ভারতই সম্পূর্ণ দায়ী বলে পাকিস্তান দাবি করেছে। একইসঙ্গে জানানো হয়েছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে পাকিস্তান।

বিবৃতিতে আরও জানানো হয়, দেশটির আকাশসীমা রক্ষায় পাকিস্তানি বাহিনী ইতোমধ্যে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে। এজন্য সেনাবাহিনীর প্রশংসা করা হয়েছে জাতীয় নিরাপত্তা কমিটির পক্ষ থেকে।

এনএসসি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন ভারতকে তার আগ্রাসনের জন্য জবাবদিহির আওতায় আনা হয়। কমিটির মতে, পাকিস্তান শান্তি চায়—তবে সেটা হতে হবে ‘সম্মান ও মর্যাদা’র সঙ্গে।

পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। অপরদিকে, পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে ১০ জন নিহত হয়েছে বলে ভারতের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন