সর্বশেষ

বিনোদন

৩০ কোটির ঘড়ি পরেছিলেন শাহরুখ

ডেস্ক রিপোর্টার
ডেস্ক রিপোর্টার

বুধবার, ৭ মে, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত মঙ্গলবার ফ্যাশন দুনিয়ার অন্যতম আলোচিত আয়োজন মেট গালায় প্রথমবারের মতো অংশ নিয়ে চমকে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। শুধু তাঁর উপস্থিতিই নয়, মেট গালার লালগালিচায় তাঁর পোশাক, সাজ ও অনুষঙ্গ কেড়ে নিয়েছে সবার নজর।

ঘড়িপ্রীতি সবারই জানা, জন্মদিনে এটিই তাঁর পছন্দের উপহার। এবার মেট গালার জন্য তিনি বেছে নিয়েছিলেন এক বিশেষ ঘড়ি, যার দাম আকাশছোঁয়া! হাতে শোভা পাওয়া এই সুইস ব্র্যান্ডের ঘড়িটির মূল্য ২.৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা!

পোশাকের ক্ষেত্রেও ছিল আভিজাত্যের ছোঁয়া। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুটে ঝলমল করছিলেন কিং খান। সিল্কের শার্ট, প্যান্ট এবং তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি লম্বা কোট ছিল তাঁর পরনে।

গলায় হীরা, পান্না ও সোনার গয়না, বিশেষ করে হীরাখচিত ইংরেজি 'K' অক্ষরের লকেটটি ছিল আকর্ষণীয়। হাতে আংটি, দামি ঘড়ি, স্টাইলিশ কালো চশমা ও হাতে থাকা ছড়ি তাঁর পুরো লুকে এনেছিল রাজকীয়তা। সব মিলিয়ে ঝলমলে এই সাজে ফ্যাশনপ্রেমীদের মুগ্ধ করেছেন তিনি।

মেট গালায় অংশগ্রহণ প্রসঙ্গে শাহরুখ বলেন, তাঁর সন্তানেরা এই ইভেন্ট নিয়ে খুবই উৎসাহিত ছিল। সব্যসাচীর আমন্ত্রণ পেয়ে তারা খুশি হয়। তিনি নিজেও যেতেন কিনা, তা নিশ্চিত নন। এই মেট গালা তাঁর প্রথম এবং সম্ভবত শেষও হতে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, এ বছর শাহরুখ ছাড়াও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি প্রথমবারের মতো মেট গালায় অংশ নেন। অন্তঃসত্ত্বা কিয়ারা কালো গাউনে বেবি বাম্পসহ লালগালিচায় হেঁটে নজর কাড়েন। এছাড়া উপস্থিত ছিলেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।

এই নতুন উপস্থাপনাটি মূল লেখার তথ্যগুলো বজায় রেখে ভিন্ন শব্দচয়ন ও বাক্য গঠনে তৈরি করা হয়েছে। আশা করি আপনার ভালো লাগবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন