সর্বশেষ

খেলা

পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ৭ মে, ২০২৫ ৯:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উপমহাদেশে ফের বাড়ছে সামরিক উত্তেজনা। কাশ্মীরের পেহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারতের পাল্টা সামরিক পদক্ষেপে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে।

ভারতের অভিযোগ অনুযায়ী, পাকিস্তানের ভেতরে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। জবাবে নিয়ন্ত্রণ রেখায় পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান, যেখানে ১০ ভারতীয় নিহত হওয়ার দাবি করেছে তারা। দুই দেশের পাল্টাপাল্টি অভিযানে চরম উদ্বেগে রয়েছে পুরো অঞ্চল।

এই প্রেক্ষাপটে প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। পাকিস্তানে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন বাংলাদেশের দুই উদীয়মান ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। নাহিদ খেলছেন পেশোয়ার জালমির হয়ে, আর রিশাদ আছেন লাহোর কালান্দার্স দলে। তাদের দলের গ্রুপ পর্বে এখনও রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ, যা জিতলে প্লে-অফেও খেলতে হতে পারে মে মাসের মাঝামাঝি পর্যন্ত।

বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে এই দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। বিসিবির পক্ষ থেকে পিএসএল আয়োজকদের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যেন নাহিদ ও রিশাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়।

বিসিবির এক কর্মকর্তা জানান, ‘আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি খারাপের দিকে গেলে যেকোনো সময় তাদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি রয়েছে।’

তবে এখনো বিসিবি সরাসরি ওই দুই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেনি। পরিস্থিতি আরও জটিল হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে বোর্ড সংশ্লিষ্টরা।

সবশেষ পরিস্থিতির ওপর নির্ভর করছে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত। দুই দেশের মধ্যকার উত্তেজনা যদি বাড়ে, তাহলে শুধু ক্রীড়া নয়, নানা আন্তর্জাতিক কার্যক্রমেই প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন