জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা প্রয়োজন: আলী রীয়াজ

বুধবার, ৭ মে, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বুধবার (৭ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, তবে মৌলিক কিছু বিষয়ে সবাইকে ঐক্যমতে আসতে হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে।”
তিনি আরও বলেন, কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা যথেষ্ট নয়; রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ সহযোগী ও বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরির প্রক্রিয়ায় এগিয়ে আসতে হবে।
আলোচনায় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে একটি ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন মোফাখ্খারুল ইসলাম নবাব, মঞ্জুর কাদির, শাহনাজ রানু, ফেরদৌসী আক্তার সুমি ও সাকিব আনোয়ার।
এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশনটি গঠিত হয়। সংস্কার কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করার অংশ হিসেবে গত ২০ মার্চ থেকে বিভিন্ন দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন।
ইতোমধ্যে নাগরিক ঐক্যসহ ২৫টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে।
আজকের আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
১১৯ বার পড়া হয়েছে