সর্বশেষ

আইন-আদালত

সাবেক আইজিপিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৭ মে, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে অভিযানে জঙ্গি সন্দেহে নয় তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ তিন সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৭ মে) রাষ্ট্রপক্ষের সময় প্রার্থনার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও সাবেক জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতের আদেশ অনুযায়ী, সাবেক আইজিপি শহীদুল হককে ২৫ মে, ডিএমপির সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে ২৭ মে এবং মিরপুর বিভাগের সাবেক ডিসি মো. জসীম উদ্দীন মোল্লাকে ২৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেভ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ জুলাই।

রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এছাড়া উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও ফারুক হোসেন।

উল্লেখ্য, ২০১৬ সালের কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ অভিযানে জঙ্গি সন্দেহে ৯ তরুণ নিহত হন। এ ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চলতি বছরের ৬ মার্চ ট্রাইব্যুনাল তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখায়। এরপর ৭ মে সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি অনুষ্ঠিত হয় এবং জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন