সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তান সেনাবাহিনীর জবাব শুরু হয়েছে: আইএসপিআর প্রধান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৭ মে, ২০২৫ ৩:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাশ্মীর সীমান্তে ফের উত্তপ্ত পরিস্থিতি। মঙ্গলবার দিবাগত রাতে ভারতের বিমান হামলার পর পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

বুধবার (৭ মে) সকালে এক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতীয় বিমান বাহিনীর রাতের হামলায় পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদ অঞ্চলের বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেন আইএসপিআর প্রধান।

জেনারেল আহমেদ শরীফ জানান, কাশ্মীরের পূর্ব আহমদপুরে হামলায় পাঁচজন নিহত হন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। মুজাফফরাবাদের বিলাল মসজিদে হামলায় আরও একটি শিশু আহত হয়েছে। এছাড়া কোটলির আব্বাস মসজিদ ও মুরিদকেতে আরও দুটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে একটিতে একজন নিহত এবং একজন আহত হন।

তিনি ভারতের এই হামলাকে “কাপুরুষোচিত” হিসেবে আখ্যায়িত করে বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং কঠোর জবাব দিতে বদ্ধপরিকর।”

অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ভারতীয় হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সাম্প্রতিক এই সংঘর্ষ দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহল বিষয়টির প্রতি গভীর নজর রাখছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন