বিয়ের আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বর, শোকের মাতম দুই পরিবারে

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ২:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম মরইরতল এলাকায় মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বর হোসাইন আহমদ বাবলু (২৫)।
আগামী ৯ মে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু তার সেই সুখের দিন আর আসল না।
জানা গেছে, সুলতানপুর ইউনিয়নের শীতল জোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে হোসাইন আহমদ বাবলু সকাল ১১টার দিকে সিলেট শহরের জন্য কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয়েছিলেন। তিনি যখন বাড়ি ফিরছিলেন, তখন একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন।
দুর্ঘটনায় বাবলু এবং তার সঙ্গে থাকা কাওসার আহমদ নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হন। তাদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবলু মৃত্যুবরণ করেন।
এ দুর্ঘটনায় দুই পরিবারে শোকের মাতম বইছে। বাবলুর পরিবার আশা করছিলো, এই সপ্তাহে তার বিয়ের দিন সেজে সে কনে আনতে যাবে, কিন্তু সেই আশা ভেঙে গেলো। সেই গেট দিয়েই এবার তার নিথর দেহ যাবে, যা স্বজনদের জন্য এক হৃদয়বিদারক দৃশ্য।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনি প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, এবং বাবলু এবং তার পরিবার এর অপূরণীয় ক্ষতির মধ্যে রয়েছে।
১০৬ বার পড়া হয়েছে