সর্বশেষ

সারাদেশ

রংপুর বিভাগে অবৈধ যান চলাচল বন্ধের জন্য ৭ দিনের আলটিমেটাম

রংপুর প্রতিনিধি
রংপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুর জেলা মটর মালিক সমিতি অবৈধ যানবাহন চলাচল বন্ধের জন্য প্রশাসনকে ৭ দিনের সময়সীমা দিয়েছে। অন্যথায়, সংগঠনটি জানিয়ে দিয়েছে যে, তারা অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক দিতে বাধ্য হবে।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে রংপুর জেলা মটর মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ। এ সময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

রাজ সংবাদ সম্মেলনে বলেন, ‘‘সরকারের সুনির্দিষ্ট নির্দেশনার পরও রংপুর বিভাগের সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। এর ফলে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা বেড়েই চলছে। প্রশাসনকে বারবার অবহিত করার পরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।’’

তিনি আরও বলেন, ‘‘যদি ৭ দিনের মধ্যে অবৈধ যান চলাচল বন্ধ না করা হয়, তবে রংপুর বিভাগে সকল ধরনের যানবাহন, নাইট কোচ এবং ডে কোচ, চলাচল বন্ধ করে দেওয়া হবে। এর সম্পূর্ণ দায় প্রশাসনের উপর থাকবে।’’

এখন দেখার বিষয়, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় কি না, নতুবা পরিবহণ ধর্মঘটের হুমকি বাস্তবায়িত হয় কি না।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন