সর্বশেষ

সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে ১৩ ছাত্রীর অভিযোগে স্কুলশিক্ষক বরখাস্ত

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান শিক্ষক মনিরুল ইসলাম ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন।

মঙ্গলবার বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন, যেখানে তারা জানান যে, শিক্ষক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন অঙ্গভঙ্গি, খারাপ আচরণ এবং অশ্লীল ভাষা ব্যবহার করে আসছেন। ছাত্রীদের অভিযোগ অনুযায়ী, তিনি এমন আচরণে তাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন, এবং তারা ভয়ে অথবা লজ্জায় বিষয়টি প্রকাশ করতে পারেননি।

এ ঘটনার পর ইউএনও ফয়সাল আহমেদ অভিযুক্ত শিক্ষককে ডেকে নিয়ে তার কাছ থেকে ব্যাখ্যা শুনেন। শিক্ষক মনিরুল ইসলাম নিজের বিরুদ্ধে অভিযোগের কথা স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। এরপর ইউএনও সিদ্ধান্ত নিয়ে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। ইউএনও জানান, তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম এই ঘটনায় নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন, তবে তিনি বলেন, "এটি আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।"

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন