একদিন পরেই মহা গোপনীয় কনক্লেভ, দুনিয়ার সাথে পুরোপুরি বিচ্ছিন্ন ধর্মীয় কাজ

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ‘কনক্লেভ’, শুরু হতে যাচ্ছে বুধবার।
ইতোমধ্যে বিশ্বের ৭০টি দেশ থেকে আসা ১৩৩ জন কার্ডিনাল ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। প্রায় ১৪০ কোটি ক্যাথলিক ধর্মাবলম্বীর নতুন পোপ নির্বাচনই তাদের মূল উদ্দেশ্য।
ভ্যাটিকান সূত্রে জানা গেছে, সোমবার আনুষ্ঠানিকভাবে কনক্লেভ শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সিস্টাইন চ্যাপেলে। প্রথম দিনে এক দফা এবং পরবর্তী দিনগুলোতে প্রতিদিন চার দফায় ভোটগ্রহণ চলবে। নির্বাচিত পোপের নাম ঘোষণা করা হবে সিস্টাইন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া উড়িয়ে। ভোটে যদি পোপ নির্ধারিত না হয়, তখন কালো ধোঁয়া দেখা যাবে, যা জানিয়ে দেবে যে ভোটাভুটি অব্যাহত থাকবে।
কার্ডিনালরা ভোটপ্রক্রিয়া চলাকালে সান্তা মার্তা অতিথিশালায় অবস্থান করবেন এবং পুরো সময়টিতে তারা বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবেন। তাদের জন্য নির্দিষ্ট আচরণবিধি এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে।
গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে শারীরিক অসুস্থতার কারণে দুইজন কার্ডিনাল ভোটপ্রক্রিয়ায় অংশ নেবেন না।
কনক্লেভের গোপনীয়তা নিয়ে নানা কিংবদন্তি থাকলেও এটি সুপরিচিত যে বাইরের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ অনুমোদিত নয়। ভোট শেষে ব্যালটগুলো পোড়ানো হয়—পোপ নির্বাচিত না হলে কালো ধোঁয়া এবং নির্বাচিত হলে সাদা ধোঁয়া প্রকাশিত হয়, যা বিশ্ববাসীর কাছে ঐতিহাসিক মুহূর্তের বার্তা বহন করে।
১১৯ বার পড়া হয়েছে