সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নথিবিহীন অভিবাসীদের জন্য স্বেচ্ছায় ফেরার আহ্বান, পুরস্কার ঘোষণা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে বসবাসকারী নথিবিহীন অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে ১ হাজার ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

পাশাপাশি, তাদের যাতায়াত ব্যয়ও বহন করবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোমল্যান্ড সিকিউরিটি)। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়, সূত্র: আলজাজিরা।

বিবৃতিতে বলা হয়েছে, যারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করবে, তাদেরকে সিবিপি হোম অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। এতে তারা বন্দিশালা বা জোরপূর্বক ফেরত পাঠানোর ঝুঁকি এড়াতে পারবে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, “অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য স্বেচ্ছায় চলে যাওয়া সবচেয়ে নিরাপদ, সহজ এবং সাশ্রয়ী উপায়। আমরা তাদের এই উদ্যোগকে সমর্থন জানাচ্ছি।”

সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে একজন অভিবাসীকে গ্রেপ্তার, আটক এবং ফেরত পাঠাতে গড়ে ১ হাজার ৭০০ ডলার খরচ হচ্ছে সরকারের। তাই স্বেচ্ছায় প্রত্যাবর্তনের মাধ্যমে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নথিবিহীন অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয় ধরপাকড় অভিযান। এ পর্যন্ত প্রায় ১ লাখ ৫২ হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যা বাইডেন প্রশাসনের সময়কার সংখ্যার চেয়ে কিছুটা কম। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাইডেন প্রশাসন প্রায় ১ লাখ ৯৫ হাজার অভিবাসী ফেরত পাঠিয়েছিল।

ট্রাম্প অবশ্য জানিয়েছেন, যারা আইন মেনে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায়, ভবিষ্যতে তাদের সহায়তা করা হবে। এপ্রিলে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “যারা ভালো এবং বৈধভাবে যুক্তরাষ্ট্রে আসতে চায়, আমরা অবশ্যই তাদের পাশে থাকব।”

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন