হার্ভার্ডকে ফেডারেল অনুদান বন্ধের ঘোষণা, ট্রাম্প প্রশাসনের নজিরবিহীন চাপ

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে আর কোনো ফেডারেল গবেষণা অনুদান বা আর্থিক সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে।
দেশটির শিক্ষা মন্ত্রী লিন্ডা ম্যাকমাহন বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট ড. অ্যালান গারবারের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানান।
সোমবার (৫ মে) পাঠানো চিঠিতে ম্যাকমাহন লিখেছেন, “হার্ভার্ড যেন আর কোনো ফেডারেল অনুদান আশা না করে, কারণ আর কিছুই দেওয়া হবে না।” চিঠিটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয়।
ম্যাকমাহন চিঠিতে হার্ভার্ডকে ‘দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার প্রতি উপহাস’ বলে আখ্যা দেন। তাঁর অভিযোগ, বিদেশি শিক্ষার্থীরা সেখানে সহিংস আচরণ করছে এবং আমেরিকার প্রতি অবমাননাকর মনোভাব প্রদর্শন করছে।
বিশ্লেষকরা বলছেন, হার্ভার্ডের মতো যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন ও ধনী শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ চাপ নজিরবিহীন।
ট্রাম্প প্রশাসনের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতায় হার্ভার্ডে যেসব বিক্ষোভ হয়েছে, সেগুলো প্রশাসনবিরোধী। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
হার্ভার্ড প্রেসিডেন্ট গারবার বলেন, “সরকার অনধিকার চাহিদার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওপর নজিরবিহীন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।”
চিঠির শেষ অংশে ম্যাকমাহন উল্লেখ করেন, “হার্ভার্ড এখন থেকে একটি বেসরকারিভাবে পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে চলবে, এবং ৫৩ বিলিয়ন ডলারের বিপুল তহবিল ও সাবেক ধনী শিক্ষার্থীদের সহায়তায় নিজেদের পথ খুঁজে নেবে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অনুদান বন্ধ হলে চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব ছাত্র, শিক্ষক ও গবেষকদের ওপর পড়বে।
১২০ বার পড়া হয়েছে