বেলুচিস্তানে সহিংসতা উসকে দিতে ভারতের ‘র’এর তৎপরতা, অভিযোগ পাকিস্তানের

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তান আবারও ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর বিরুদ্ধে বেলুচিস্তানে সহিংসতা ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছে।
পাকিস্তানি গোয়েন্দা সূত্রের বরাতে মঙ্গলবার (৬ মে) দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ এই তথ্য জানায়।
গোয়েন্দা সূত্রগুলোর দাবি, ভারতের কাশ্মীরের পেহেলগামে ব্যর্থ ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের পর, র এখন বেলুচিস্তানকে অস্থিতিশীল করতে নতুন ষড়যন্ত্রে নেমেছে। পাকিস্তানি কর্মকর্তাদের অভিযোগ, র বালোচ লিবারেশন আর্মি (বিএলএ), ফিতনা-উল-খারিজসহ কয়েকটি জঙ্গি গোষ্ঠী এবং কিছু অবৈধ আফগান নাগরিককে ব্যবহার করছে।
সূত্র আরও জানায়, এসব গোষ্ঠীকে গোয়াদার, কোয়েটা ও খুজদারের গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর হামলার পরিকল্পনা করতে বলা হয়েছে। এরইমধ্যে রেকি বা পূর্বপর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে, এবং হামলাকারীরা সাধারণত গাড়ি ও মোটরসাইকেল ব্যবহার করে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে।
পাকিস্তান সরকারের মতে, আঞ্চলিক শান্তি বজায় রাখতে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নই মূল চাবিকাঠি। পাকিস্তানের নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী এই ষড়যন্ত্র প্রতিহত করতে সক্রিয় রয়েছে বলেও জানানো হয়েছে।
পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোর ভাষ্য অনুযায়ী, বেলুচিস্তানে সন্ত্রাসের পেছনে বিদেশি মদত স্পষ্ট এবং ভারতের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা রয়েছে।
১৪১ বার পড়া হয়েছে