পুলিৎজার পেলেন ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা, সম্মানিত হলেন গাজার গল্পে

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা তার প্রবন্ধ ‘গাজায় শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞ’ দিয়ে পুলিৎজার পুরস্কারে ভূষিত হয়েছেন। এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে।
পুরস্কারপ্রাপ্তির পর সামাজিক মাধ্যমে আবু তোহা লেখেন, “আমি এইমাত্র পুলিৎজার পুরস্কার জিতেছি। এটা আশার বার্তা হয়ে উঠুক, এটি একটি গল্প হোক।” তিনি এই বার্তায় ২০২৩ সালের ডিসেম্বরে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি কবি রেফাত আলআরিকে স্মরণ করেন, যার শেষ কবিতার শিরোনাম ছিল “যদি আমাকে মরতেই হয়, তবে এটি একটি গল্প হোক”।
সোমবার সাংবাদিকতার ‘নোবেল’ খ্যাত পুলিৎজার পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার রয়টার্স, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ বেশ কিছু গণমাধ্যম ও সাংবাদিক সম্মানিত হয়েছেন। ১৯১৭ সালে শুরু হওয়া এই পুরস্কার সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকের গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির বোর্ড।
এবার ব্রেকিং নিউজ বিভাগে ওয়াশিংটন পোস্ট পুলিৎজার জিতেছে ২০২৩ সালের জুলাইয়ে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার খবর প্রচারের জন্য। সম্পাদকীয় শাখায় হিউস্টন ক্রোনিকল পেয়েছে পুলিৎজার। বিশ্লেষণমূলক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমসের আজম আহমেদ, ক্রিস্টিনা গোল্ডবাম এবং ম্যাথিউ আইকিনস পেয়েছেন সম্মাননা।
স্থানীয় সংবাদ ও আন্তর্জাতিক প্রতিবেদনের জন্যও নিউইয়র্ক টাইমস পুলিৎজার অর্জন করেছে, বিশেষ করে সুদানের সংঘাত কভার করার জন্য। রয়টার্স পেয়েছে ফেন্টানিল মাদকসংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য, আর প্রোরিপাবলিকা পেয়েছে পাবলিক সার্ভিস বিভাগে, গর্ভপাত-সংক্রান্ত কঠোর আইনের কারণে অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর খবর প্রকাশের জন্য। ওয়াল স্ট্রিট জার্নাল পেয়েছে ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত পরিবর্তন নিয়ে প্রতিবেদনের জন্য।
১২৯ বার পড়া হয়েছে