সর্বশেষ

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান উত্তেজনায় মধ্যস্থতার চেষ্টা, ভারত যাচ্ছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ১২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে ভারত সফরে যাবেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইসলামাবাদ সফর শেষে আগামী বৃহস্পতিবার তিনি ভারত সফরে যাবেন বলে জানিয়েছে নয়াদিল্লিতে ইরানি দূতাবাস।

পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সংঘটিত হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে সীমান্তে নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটছে।

ইসলামাবাদ সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন আরাগচি। বৈঠক শেষে তিনি বলেন, “উত্তেজনা কমাতে ইরান সদিচ্ছার সঙ্গে কাজ করবে।” তিনি আরও জানান, ভারত-পাকিস্তান সংকট সমাধানে ইরান ‘শুভ উদ্যোগ’ নিতে প্রস্তুত।

এছাড়া, পাকিস্তান সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনীরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন আরাগচি। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, ভূ-রাজনীতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হয় এবং উভয় পক্ষই সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে একমত হয়।

উল্লেখ্য, ভারত ও ইরানের মধ্যে ঐতিহাসিকভাবে উষ্ণ সম্পর্ক রয়েছে, যদিও সাম্প্রতিক বছরগুলোতে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। এর মধ্যেই চাবাহার বন্দর উন্নয়ন নিয়ে ভারত-ইরান চুক্তি হয়েছে, যা নিয়ে ওয়াশিংটন থেকে সতর্কবার্তা এসেছে যে ভারতীয় প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

উপপররাষ্ট্রমন্ত্রী আরাগচি ভারত ও পাকিস্তান সফর করা প্রথম শীর্ষস্থানীয় বিদেশি কূটনীতিক, যা ইরানের কূটনৈতিক তৎপরতার তাৎপর্যকে নতুন মাত্রা দিয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন