আন্তর্জাতিক

সুদানের পোর্ট সুদানে ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণ, জ্বলছে জ্বালানি ডিপো

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ১২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সুদানের পোর্ট সুদান শহরে একাধিক বিস্ফোরণের ঘটনায় ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

ধারণা করা হচ্ছে, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ছোড়া ড্রোন হামলায় শহরের জ্বালানি ডিপোতে এই বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার (৬ মে) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তিন দিনের মাথায় গৃহযুদ্ধের তাণ্ডবে শান্ত পোর্ট সুদান শহরও কেঁপে উঠেছে। শহরের প্রধান সামুদ্রিক বন্দরের কাছে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আরএসএফ বিমান ঘাঁটি, জ্বালানি ডিপো ও বন্দরের আশপাশে হামলা চালিয়েছে।

এর আগে রোববার দেশটির একমাত্র কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। সোমবার হামলার লক্ষ্যবস্তু হয় শহরের জ্বালানি ডিপো। সামরিক সূত্রের বরাতে জানা গেছে, সেনাবাহিনী আরএসএফ-নিয়ন্ত্রিত নিয়ালা বিমানবন্দরে একটি বিমান ও অস্ত্র গুদাম ধ্বংসের পর এই হামলাগুলো হয়। তবে আরএসএফ এ হামলার দায় স্বীকার করেনি।

সুদান সেনাবাহিনী ও আরএসএফের মধ্যকার চলমান সংঘর্ষ ইতোমধ্যেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে শুরু হওয়া এই লড়াইয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে, মার্কিন গবেষকরা বলছেন, মৃতের সংখ্যা ১ লাখ ৩০ হাজার পর্যন্ত হতে পারে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন