পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে ৩ স্কুল ছাত্রীর মৃত্যু

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পরীক্ষা দিতে বিদ্যালয়ে যাওয়ার পথে বজ্রপাতে তিন স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়ার চরটেকী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীরা হলো, উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া জান্নাত (১৪), বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম (১৪) ও বোরহান উদ্দিনের মেয়ে হিমা আক্তার (১৫)। তারা চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়ত।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমিনুল হক জানান, আজ স্কুলে বাংলা বিষয়ের প্রথম পত্রের শ্রেণি মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে ওই তিন ছাত্রী বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হয়। পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের কবলে পড়ে তারা। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই ফারিয়া ও আদ্রিতা মারা যায়। আর গুরুতর আহত হয় হিমা। পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হিমারও মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে–আলম খান বলেন, ফারিয়া ও আদ্রিতাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এ সময় আহত অবস্থায় হিমাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে তার মৃত্যু হয়।
তিন ছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে দাফনের জন্য নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহতঃ
এদিকে জেলার হাওর–অধ্যুষিত মিঠামইন উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে কটু মিয়া (৪০) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। আজ দুপুর ১২টার দিকে ঘাগড়া ইউনিয়নের চমকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কটু মিয়া চমকপুর গ্রামের মৃত আবদুল মোতালিবের ছেলে। প্রতিবেশী শহিদুজ্জামান শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, কটু মিয়া দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে হাওরে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
১২৯ বার পড়া হয়েছে