সর্বশেষ

আন্তর্জাতিক

মার্কিন সামরিকে বড় কাটছাঁটের নির্দেশ, চার-তারকা কর্মকর্তার সংখ্যা কমবে ২০%

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার সামরিক বাহিনীর শীর্ষপদে বড় ধরনের কাটছাঁটের ঘোষণা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী, সামরিক বাহিনীর চার-তারকা জেনারেল ও অ্যাডমিরালের সংখ্যা ২০ শতাংশ কমানো হবে।

এই পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই পেন্টাগনে ‘ঝাঁকুনি’ হিসেবে দেখা হচ্ছে।

ফক্স নিউজের সাবেক সঞ্চালক এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হেগসেথ জানিয়েছেন, তিনি জয়েন্ট চিফস অব স্টাফের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এর লক্ষ্য, “কৌশলগত প্রস্তুতির সর্বোচ্চ মান নিশ্চিত করা।” হেগসেথ আরও বলেছেন, “আরও জেনারেল বা অ্যাডমিরাল থাকলেই যে সাফল্য বেশি আসবে, তা নয়। তবে এই ছাঁটাই কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়।”

রয়টার্সের খবরে জানা যায়, ন্যাশনাল গার্ডে জেনারেল অফিসারের সংখ্যা অন্তত ২০ শতাংশ এবং সামগ্রিকভাবে সামরিক বাহিনীতে জেনারেল ও ফ্ল্যাগ অফিসারের সংখ্যা প্রায় ১০ শতাংশ কমানো হবে।

পদ ছাঁটাইয়ের সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রয়েছে আফ্রিকান কমান্ডকে ইউরোপীয় কমান্ডের সঙ্গে এবং দক্ষিণাঞ্চলীয় কমান্ডকে উত্তরাঞ্চলীয় কমান্ডের সঙ্গে একীভূত করা। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ও কোরিয়ায় দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তার পদও কাটছাঁটের আওতায় আসতে পারে।

তবে এই পদক্ষেপ নিয়ে সমালোচনাও উঠেছে। সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড হেগসেথের পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি সব সময় প্রতিরক্ষা বিভাগের দক্ষতা বৃদ্ধির পক্ষে ছিলাম। কিন্তু কর্মীদের ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে, কোনো ইচ্ছামতো শতকরা হারে নয়।”

হেগসেথ দায়িত্ব নেওয়ার সময় মার্কিন সামরিক বাহিনীতে ৪৪টি চার-তারকা পদ ছিল। এরই মধ্যে জয়েন্ট চিফসের চেয়ারম্যান, নৌবাহিনীর শীর্ষ অ্যাডমিরাল এবং জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। শুধু ইউনিফর্মধারী কর্মকর্তাই নয়, সাম্প্রতিক মাসগুলোতে হেগসেথের দপ্তরের তিন শীর্ষ অসামরিক কর্মকর্তা, তাঁর দীর্ঘদিনের সহযোগী ড্যান ক্যাল্ডওয়েল ও ডেপুটি চিফ অব স্টাফ ড্যারিন সেলনিক  বরখাস্ত হয়েছেন, এক ফাঁস হওয়া তদন্ত প্রতিবেদনের জেরে।

হেগসেথ বলেছেন, এই ছাঁটাই দ্রুত ও সতর্কতার সঙ্গে সম্পন্ন হবে, যদিও এখনো স্পষ্ট নয় কোন কোন পদ সরাসরি বাদ যাবে। পেন্টাগন তার বৈশ্বিক কার্যক্রম পর্যালোচনা করছে, এবং কিছু যুদ্ধ-নিয়ন্ত্রণ কমান্ড একীভূত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন