সর্বশেষ

আন্তর্জাতিক

এলওসিতে হামলার আশঙ্কা, ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি পাকিস্তানের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৯:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর হামলা চালাতে পারে।

সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘গোপন সূত্র থেকে খবর এসেছে, ভারত এলওসির যেকোনো পয়েন্টে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। আমরা এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।’’

সম্প্রতি ভারতের কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পেহেলগামের ঘটনাটি তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী আসিফের ভাষায়, ‘‘এই তদন্তের মাধ্যমে বোঝা যাবে, এতে ভারতের কোনো ভূমিকা ছিল কি না কিংবা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী এর পেছনে রয়েছে।’’

আসিফ আরও অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক ফায়দা তুলতে অঞ্চলটিকে ‘পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে’ নিয়ে যাচ্ছেন। তিনি স্মরণ করিয়ে দেন, পাকিস্তান ইতিপূর্বে জাতিসংঘে ২০১৬ ও ২০১৭ সালে ভারতের সন্ত্রাসে অর্থায়নের প্রমাণ এবং ভিডিও ফুটেজ জমা দিয়েছিল। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে খাইবার-পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় আফগানিস্তান থেকে পরিচালিত গোষ্ঠীগুলো জড়িত, যাদের ভারতের সমর্থন রয়েছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, পিটিআই দলের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন আসিফ। তিনি বলেন, ‘‘আমি জানি না, পিটিআই কেন গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্রিফিংয়ে অংশ নেয়নি।’’ তিনি উল্লেখ করেন, সংসদের উভয় কক্ষ ইতিমধ্যেই চলমান সংকট নিয়ে প্রস্তাব পাস করেছে এবং চাইলে যে কোনো দল সর্বদলীয় সম্মেলন আহ্বান করতে পারে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন