পুলিৎজার পুরস্কার ২০২৫: রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের জয়

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার-২০২৫ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৫ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কলম্বিয়া ইউনিভার্সিটির বোর্ড থেকে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।
সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, নাটক ও সংগীতে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। ১৯১৭ সাল থেকে দেওয়া এ পুরস্কার যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি।
চলতি বছর ব্রেকিং নিউজ রিপোর্টিংয়ে পুলিৎজার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর ২০২৪ সালের ১৩ জুলাইয়ের হামলার তাৎক্ষণিক ও নির্ভুল সংবাদ কভারেজের জন্য এ স্বীকৃতি এসেছে তাদের ঝুলিতে।
সম্পাদকীয় শাখায় পুরস্কার জিতেছে হিউস্টন ক্রোনিকল। অপরদিকে, নিউইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুরস্কার পেয়েছে, যার মধ্যে বিশ্লেষণমূলক প্রতিবেদনে আজম আহমেদ, ক্রিস্টিনা গোল্ডবাম এবং প্রদায়ক ম্যাথিউ আইকিনসের কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য।
স্থানীয় সংবাদ বিভাগে নিউইয়র্ক টাইমস ও বাল্টিমোর ব্যানার পুরস্কার অর্জন করেছে। এছাড়া, আফ্রিকার সুদান সংকট নিয়ে সাহসী আন্তর্জাতিক প্রতিবেদন তৈরির জন্যও নিউইয়র্ক টাইমস সম্মানিত হয়েছে।
এ বছর অনুসন্ধানী সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা ও এর বিস্তার রোধে চেষ্টার চিত্র তুলে ধরেছিল তারা।
পাবলিক সার্ভিস শাখায় পুরস্কার পেয়েছে প্রোরিপাবলিকা। গর্ভপাতবিরোধী কঠোর আইন কার্যকর অঙ্গরাজ্যগুলোতে জরুরি চিকিৎসা পেতে বিলম্ব হওয়ায় অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর ঘটনা তুলে ধরে তারা এ স্বীকৃতি অর্জন করে।
অন্যদিকে, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত রূপান্তর নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য ওয়াল স্ট্রিট জার্নাল পুলিৎজার জিতেছে জাতীয় সংবাদ বিভাগে।
১৪০ বার পড়া হয়েছে