জাতীয়
দেশে ফের শুরু হতে পারে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যা ধীরে ধীরে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।
আবারও আসছে তাপপ্রবাহ, সতর্ক করল আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৮:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে ফের শুরু হতে পারে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যা ধীরে ধীরে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, শেষবার দেশে তাপপ্রবাহ বয়ে গিয়েছিল ২৭ এপ্রিল। এরপর টানা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে আসে। তবে এবার ফের গরম পড়ার আভাস রয়েছে।
এদিকে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া, যশোর, কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলাভাবে থাকতে পারে।
এছাড়া, রংপুর ও রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর দেশের অন্য অংশে তা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর