সর্বশেষ

জাতীয়

খালেদা জিয়ার প্রত্যাবর্তন: পথে পথে অভ্যর্থনা, ফুটপাতে থাকার নির্দেশনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চার মাস উন্নত চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাঁর। তাঁকে বরণ করে নিতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে পথে অভ্যর্থনা জানাবেন দলীয় নেতা-কর্মীরা।

দলের পক্ষ থেকে নেতা-কর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের সড়কে ভিড় না করে ফুটপাতে অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এই অনুরোধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সড়কে কেউ যাতে নামতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি।

খালেদা জিয়ার সঙ্গে তাঁর দুই পুত্রবধূও দেশে ফিরছেন। গতকাল রাতে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে কাতারের দোহায় যাত্রাবিরতি শেষে আজ সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাঁদের।

দলের নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে লো মেরিডিয়েন হোটেল পর্যন্ত, ছাত্রদল লো মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত, যুবদল খিলক্ষেত থেকে হোটেল র‍্যাডিসন পর্যন্ত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি হোটেল র‍্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত, কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত, শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত, ওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত, পেশাজীবী সংগঠনগুলো বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত, মহিলা দল গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত অবস্থান করবেন। বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা সুবিধামতো স্থানে অবস্থান নেবেন।

নেতা-কর্মীদের দলীয় ও জাতীয় পতাকা হাতে রাস্তার এক পাশে ফুটপাতে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। খালেদা জিয়ার গাড়ির পেছনে মোটরসাইকেলের বহর বা হেঁটে যাওয়া যাবে না। বিমানবন্দর বা খালেদা জিয়ার গুলশানের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবেন না।

বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তাঁর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যাবেন। সেখানে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও দায়িত্ব পালন করছেন।

খালেদা জিয়ার অভ্যর্থনা উপলক্ষে সৃষ্ট সম্ভাব্য যানজট এড়াতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কিছু নির্দেশনা দিয়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল দিয়ে সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। হজযাত্রী, বিদেশগামী ব্যক্তি ও এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ করা হয়েছে। অভ্যর্থনায় আসা নেতা-কর্মীদের কোনো ব্যাগ বা লাঠি বহন না করারও অনুরোধ জানানো হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন