সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে মাত্র চার মিনিটে গোডাউন থেকে ২০ লাখ টাকার মালামাল ও নগদ লুট

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

সোমবার, ৫ মে, ২০২৫ ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলার শরিফবাগ বাজারে মাত্র চার মিনিটের ব্যবধানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটরের গোডাউনে ভয়াবহ লুটের ঘটনা ঘটেছে।

দুর্বৃত্তরা সেখানে হানা দিয়ে প্রায় ১৫ লাখ টাকার পণ্য এবং নগদ ৫ লাখ ৩২ হাজার ৯৩২ টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ১৪ মিনিটের মধ্যে। ভুক্তভোগী ব্যবসায়ী মুহাম্মদ নাসিম জানান, একটি পিক-আপযোগে ১০ জনের মতো একদল দুর্বৃত্ত এসে গোডাউনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দ্রুততার সঙ্গে পণ্য গাড়িতে তোলে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পিক-আপে বিভিন্ন বয়সের অন্তত নয়জন দুর্বৃত্ত ওঠে এবং স্থানীয়দের টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

ব্যবসায়ী নাসিম বলেন, ‘‘রাতে এলাকার এক বন্ধু ফোন করে জানায়, আমার গোডাউনে চুরি হয়েছে। ছুটে এসে দেখি ৩০ পিস মূল্যবান মালামাল নেই, যার মূল্য ১৫ লাখ টাকার বেশি। ক্যাশ বক্সে ছিল ৫ লাখ ৩২ হাজার ৯৩২ টাকা, সেটাও নিয়ে গেছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারিনি।’’

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘‘গোডাউন মালিক বাদী হয়ে থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন। মামলা রুজু করা হয়েছে। আমরা গুরুত্বসহকারে বিষয়টি তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মালামাল উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’’

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় আশপাশের কেউ সন্দেহজনক কিছু দেখলে বা কোনো তথ্য থাকলে তা দ্রুত থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন