দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সোমবার, ৫ মে, ২০২৫ ৭:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
লন্ডনে চার মাসের বেশি সময় উন্নত চিকিৎসা গ্রহণ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ দেশে ফিরছেন।
সোমবার (৫ মে) লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।
বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে হিথ্রো ত্যাগ করে বিমানটি। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। উল্লেখযোগ্যভাবে, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের পর এই প্রথমবারের মতো দেশে ফিরছেন ডা. জুবাইদা রহমান।
বিকেলে লন্ডনের বাসা থেকে রওনা হওয়ার সময় গাড়িটি নিজেই চালিয়ে মাকে বিমানবন্দরে পৌঁছে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গাড়ির সামনের আসনে ছিলেন খালেদা জিয়া, আর পেছনে ছিলেন তার দুই পুত্রবধূ।
খালেদা জিয়া লন্ডনে পৌঁছান গত ৭ জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে। ৮ জানুয়ারি তিনি ভর্তি হন ‘লন্ডন ক্লিনিকে’। প্রায় ১৭ দিন সেখানকার চিকিৎসা শেষে তাকে তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে আজ দেশে ফিরছেন তিনি।
এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে গঠন করা হয়েছে বিশেষ মেডিকেল সাপোর্ট ব্যবস্থা। বাসাটি এখন আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন একটি কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে যাতে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয়।
বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তাকে বিদায় জানাতে হিথ্রো বিমানবন্দরে জড়ো হন। একইভাবে, ঢাকায়ও দলীয় নেতাকর্মীরা তার আগমনকে ঘিরে প্রস্তুতি গ্রহণ করেছেন।
রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, চেয়ারপারসনের স্বাস্থ্যের ওপর সর্বোচ্চ নজর রাখা হচ্ছে এবং দেশে ফেরার পরও চিকিৎসা অব্যাহত থাকবে।
১১৮ বার পড়া হয়েছে