চাটমোহরে আদর্শ কৃষক সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত

সোমবার, ৫ মে, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“মাটি বাঁচান, কৃষক বাঁচান, দেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে আদর্শ কৃষক সংবর্ধনা এবং কৃষি ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার।
সোমবার (৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও ব্যবসায় জড়িত অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুমিনাস গ্রুপের চাটমোহর উপজেলার ডিলার আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুমিনাস গ্রুপের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরাকেল এগ্রো অ্যান্ড কসমেটিকস লিমিটেডের চিফ কনসালটেন্ট কৃষিবিদ আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের সিনিয়র কনসালটেন্ট মঞ্জুরুল হুদা, রাজশাহী ডিভিশনাল ইনচার্জ সানোয়ার হোসেন, টেরিটরি সেলস ম্যানেজার জহুরুল ইসলাম জয়, পাবনা জেলা শাখার ডিলার-১ ফজলুর রহমান সোহেল, চাটমোহর প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল এবং মুথরাপুর ইউনিয়ন শাখার ডিলার আলী আক্কাস বেগ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু কৃষককে বাঁচাতে হলে আগে মাটিকে বাঁচাতে হবে।” তিনি জানান, দেশে জনসংখ্যা ও খাদ্যের চাহিদা ক্রমেই বাড়ছে, সেই চাহিদা পূরণে আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হলেও অতিরিক্ত সার প্রয়োগের ফলে মাটির স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
তিনি বলেন, “লুমিনাস গ্রুপ মাটির স্বাস্থ্য রক্ষায় ‘মিরাকেল গ্রোথ’ নিয়ে এসেছে। এটি ব্যবহারে ইউরিয়ার ব্যবহার অর্ধেকে নেমে আসবে এবং মাটির স্বাভাবিক পুষ্টি পুনরুদ্ধার হবে, যা কৃষকদের বিষমুক্ত ও স্বাদে ভরপুর খাদ্য উৎপাদনে সহায়তা করবে।”
এছাড়া শামীম আহমেদ বলেন, “মিরাকেল গ্রোথ ব্যবহারে আলাদা করে বোরন ও জিংক প্রয়োগের প্রয়োজন হবে না। ধানের চিটার পরিমাণ কমে যাবে, গাছ হবে শক্তিশালী ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন।”
অনুষ্ঠান শেষে লুমিনাস গ্রুপের ডিলারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং ৬ জন আদর্শ কৃষককে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সেমিনারটি সঞ্চালনা করেন রিটেইলার তারিকুল ইসলাম এবং আয়োজন করে চাটমোহরের মা বাবার দোয়া এগ্রো ট্রেডার্স।
১২২ বার পড়া হয়েছে