সারাদেশ

নড়াইলের চরকান্দিপাড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক

শরিফুল ইসলাম, নড়াইল
শরিফুল ইসলাম, নড়াইল

সোমবার, ৫ মে, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের নড়াগাতি থানার চরকান্দিপাড়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এসময় তিনজনকে আটক করা হয়। সোমবার (৫ মে) ভোরে কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন — জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০), হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ (৪৫) এবং মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ (৪০), সকলেই চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে একটি ওয়ান শুটারগান, ১৭টি রামদা, তিনটি চাইনিজ কুড়াল, চারটি চাপাতি, একটি বল্লাম ও চারটি টেটা উদ্ধার করা হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, আটককৃতদের থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন