সর্বশেষ

বিনোদন

মালাইকা অরোরার বিরুদ্ধে জারি হতে পারে গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৫ মে, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরা খবরের শিরোনামে উঠে এসেছেন এক পুরনো মামলায় আদালতে হাজিরা না দেওয়ায়।

মুম্বাই আদালত তাকে সতর্ক করে জানিয়েছে, আগামী শুনানিতে উপস্থিত না হলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০১২ সালের একটি মামলায় সাক্ষী হিসেবে হাজির হওয়ার জন্য বারবার সমন পাঠানো হলেও মালাইকা আদালতে উপস্থিত হননি। সর্বশেষ ২৯ এপ্রিলের শুনানিতেও তিনি অনুপস্থিত ছিলেন, যদিও তার আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। আদালতের প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মন্তব্য করেছেন, মালাইকা ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের এক পাঁচতারকা হোটেলে ঘটে যাওয়া এক ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের হয়। সেদিন সাইফ আলি খান, কারিনা কাপুর, কারিশমা কাপুর এবং মালাইকা অরোরা একসঙ্গে ডিনার করতে গিয়েছিলেন। সেখানে ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে সাইফ আলি খানের বাকবিতণ্ডা হয় এবং শেষ পর্যন্ত শারীরিকভাবে আঘাত করা হয়, যার ফলে শর্মার নাক ভেঙে যায়। এ ঘটনার পর ইকবাল শর্মা সাইফ ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা করেন।

আদালতের একাধিক সমন উপেক্ষা করায় এর আগে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে মালাইকার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার সতর্কবার্তা দেয়া হয়েছিল। তবে এবার আদালত জানিয়ে দিয়েছে, আগামী ৯ জুলাইয়ের শুনানিতে হাজির না হলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন