সর্বশেষ

জাতীয়

জাতীয় নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ, সংস্কারের ওপর জোর ইইউ রাষ্ট্রদূতের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ মে, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নির্বাচন কবে হবে, তা একান্তই বাংলাদেশের সিদ্ধান্ত। এ বিষয়ে কোনো চাপ নেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে।

তবে নির্বাচনকে সুষ্ঠু করতে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারগুলো সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মাইকেল মিলার। অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

রাষ্ট্রদূত মিলার বলেন, ‘আমরা আশা করি, রাজনৈতিক দলগুলো ও অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে।’ তিনি আরও জানান, নির্বাচন প্রক্রিয়ায় ইইউ সহযোগিতা দিতে প্রস্তুত, তবে নির্বাচন কবে হবে, সে সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের।

জুলাই মাসে গণ–অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মিলার বলেন, দায়ী ব্যক্তিদের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন বড় ধরনের সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে, যা কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রাখাইন প্রদেশে মানবিক করিডর বিষয়ে জানতে চাইলে মিলার বলেন, ‘উভয় পাশের ক্ষতিগ্রস্তদের জন্য সমানভাবে মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।’

এ ছাড়া ইইউতে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, এ ধরনের উদ্যোগে যথাযথ তথ্য–উপাত্তসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা জরুরি।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন