অপরাধ
রাজধানীর মালিবাগ এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগ।
মালিবাগ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার
সোমবার, ৫ মে, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মালিবাগ এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগ।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবির একটি চৌকস দল। অভিযানে মনিরের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, মনির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতো এবং উদ্ধারকৃত ইয়াবাগুলোও বিক্রির উদ্দেশ্যেই তার কাছে মজুত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক মনিরের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর