ধামরাইয়ে মাদকবিরোধী কঠোর বার্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নির্দেশনা ওসি মনিরুলের

সোমবার, ৫ মে, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, “মাদক ছাড়তে হবে, নাহলে এলাকা ছাড়তে হবে।”
তিনি বলেন, মাদক ও জুয়ার সাথে কোনো আপোস নেই, সমাজ থেকে এসব অপরাধ দূর করতে হলে সকলকে একযোগে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল রবিবার (৪ মে) সন্ধ্যায় ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এক আইনশৃঙ্খলা রক্ষামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করেন যাদবপুর ইউনিয়ন পুলিশি ৭নং বিটের অফিসার এসআই আব্দুল কাদের এবং সভাপতিত্ব করেন আলতাব হোসেন।
ওসি মনিরুল ইসলাম আরও বলেন, “যারা মাদক সেবন ও কারবারের সাথে জড়িত, তাদের নাম ও ঠিকানা গোপনে আমাদের জানাতে হবে। আমরা তাদের অবশ্যই আইনের আওতায় আনব।”
চুরি ও ডাকাতি রোধে ওসি বলেন, বাজারগুলোতে স্বাস্থ্যবান লোকদের দিয়ে পাহারা বসানোর ব্যবস্থা করতে হবে এবং প্রতিটি দোকানের সামনে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। সামনে ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্থানীয়দেরও রাতে পাহারার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং সবাই মাদক, চুরি-ডাকাতি ও অপরাধ দমনে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।
১২৯ বার পড়া হয়েছে