পেরুর সোনার খনি থেকে অপহৃত ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

সোমবার, ৫ মে, ২০২৫ ৫:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পেরুর পাটাজ প্রদেশের ‘পোডেরোসা’ সোনার খনি থেকে অপহৃত ১৩ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কয়েক দিন আগে সংঘবদ্ধ অপরাধী চক্র শ্রমিকদের অপহরণ করে খনি দখলের চেষ্টা চালায় বলে জানা গেছে।
বিবিসি সূত্রে জানা যায়, অপহরণকারীরা শ্রমিকদের খনির একটি সুড়ঙ্গের ভেতর আটকে রেখে প্রায় এক সপ্তাহ ধরে তাদের পরিবারের কাছে হুমকি পাঠাচ্ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শ্রমিকদের কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে হত্যার নির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।
‘পোডেরোসা’ কোম্পানির এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে হতাশ, বিশেষ করে অবৈধ খনি কার্যক্রম বন্ধে ব্যর্থতার কারণে। বিবৃতিতে বলা হয়, “এই অঞ্চলে সহিংসতার মাত্রা ক্রমেই বাড়ছে।”
প্রতিষ্ঠানটিতে প্রায় ৮ হাজার কর্মী কাজ করেন এবং ২০২০ সাল থেকে তাদের একাধিক খনি অবৈধ চক্রের হাতে পড়েছে, ফলে প্রতিষ্ঠানকে কিছু প্রকল্প বন্ধ করতে হয়েছে। এতে শুধু শ্রমিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েনি, ক্ষতিগ্রস্ত হয়েছে পেরুর খনিশিল্পও।
গত মার্চেই পাটাজের লা সিয়েনাগা উপত্যকায় এক খনি প্রকল্পে হামলা চালিয়ে দুইজনকে হত্যা এবং একটি বিদ্যুৎ টাওয়ার উড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এরপর একাধিক খনি দখলের চেষ্টা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়।
পোডেরোসা কর্তৃপক্ষ সরকারের কাছে পুনরায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে। উল্লেখ্য, পেরু বিশ্বের অন্যতম বৃহৎ সোনা উৎপাদনকারী দেশ, যেখানে বছরে ১০০ টনের বেশি সোনা উত্তোলিত হয়— যা বৈশ্বিক সোনার চাহিদার প্রায় ৪ শতাংশ পূরণ করে।
১২৫ বার পড়া হয়েছে