চীনে নদীতে নৌকাডুবি: ৯ জনের মৃত্যু, একজন নিখোঁজ

সোমবার, ৫ মে, ২০২৫ ৫:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের লিউচং নদীতে তীব্র ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টির কারণে পর্যটকবাহী চারটি নৌকা ডুবে গেছে।
রোববার চিয়ানশি শহরের কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, নৌকাগুলোতে থাকা মোট ৮৪ জনের মধ্যে ৭৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেইজিং নিউজ জানিয়েছে, দুর্ঘটনার সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়; শুরু হয় প্রবল বাতাস ও ভারি বৃষ্টি। নদীর উপর ভর করে নামে ঘন কুয়াশা, যা উদ্ধার তৎপরতা ব্যাহত করে।
চীনের আবহাওয়া বিভাগ আগেই গুইঝৌসহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল।
ঘটনার পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রাদেশিক প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা ও দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। প্রায় ৫০০ উদ্ধারকর্মী নিখোঁজ পর্যটককে খুঁজে বের করার জন্য কাজ করছেন। হাসপাতালগুলোতেও আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।
১২১ বার পড়া হয়েছে