সর্বশেষ

আন্তর্জাতিক

হুথিদের পাল্টা জবাব দেয়ার ঘোষণা নেতানিয়াহুর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৫ মে, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তিনি হুঁশিয়ারি দিয়েছেন, শুধু হুথি নয়, হামলার জন্য ইরানকেও জবাবদিহি করতে হবে।

রোববার (৪ মে) হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের সীমানায় বিস্ফোরিত হয়, এতে একটি সড়ক ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং প্লেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। আল-জাজিরার যাচাই করা ছবি ও ভিডিওতে ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা গেছে। প্যারামেডিকদের বরাত দিয়ে জানা গেছে, হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাটি প্রতিহত করতে কয়েক দফা চেষ্টা চালানো হলেও যুক্তরাষ্ট্রের তৈরি থাড এবং ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে।

ঘটনার পর সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “এই হামলার পেছনে ইরানের হাত রয়েছে। আমরা শুধু হুথিদের নয়, তাদের পৃষ্ঠপোষক ইরানকেও জবাব দেব।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চলছে।

অন্যদিকে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক অভিযান শুরু করলে তেহরানও তাদের ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্যবস্তু বানাবে। তিনি দাবি করেছেন, “হুথিরা তাদের সিদ্ধান্ত নিজেরা নেয়।”

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, “আমাদের লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। সেখানকার আকাশ এখন আর প্লেন চলাচলের জন্য নিরাপদ নয়।” তিনি ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ আকাশ অবরোধ আরোপেরও হুমকি দিয়েছেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন