প্রবাস
সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী এক সপ্তাহের অভিযানে ১৭ হাজারের বেশি প্রবাসীকে আটক করেছে।
সৌদি আরবে বহু প্রবাসী আটক, বাংলাদেশি রয়েছে কিনা জানা যায়নি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ৫ মে, ২০২৫ ৪:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী এক সপ্তাহের অভিযানে ১৭ হাজারের বেশি প্রবাসীকে আটক করেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে পরিচালিত নিরাপত্তা অভিযানে মোট ১৭ হাজার ১৫৩ জন প্রবাসীকে আটক করা হয়। এর মধ্যে ১০ হাজার ৩০৫ জন আবাসন আইন, ৩ হাজার ৬৪৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ২০৪ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার হন।
তবে আটককৃতদের মধ্যে বাংলাদেশি রয়েছে কিনা, তা এখনো নিশ্চিত করা যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
৫৩৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর