ইতালি মন্ত্রীর বাংলাদেশ সফরে বাংলাদেশি কর্মীর ভাগ্য নির্ধারণ হতে পারে আজ

সোমবার, ৫ মে, ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রায় ৫০ হাজার বাংলাদেশি কর্মী যারা ইতালির ভিসার অপেক্ষায় আছেন, তাদের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন। সফরে নিয়মিত ও বৈধ অভিবাসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নেওয়ার জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে মঙ্গলবার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে ইতালির সঙ্গে এ ধরনের কোনো এমওইউ ছিল না। চুক্তি হলে বাংলাদেশের শ্রমিকদের বৈধভাবে কাজের সুযোগ তৈরি হবে।
ইতালি সরকারের অভিযোগ, অনেক আবেদনকারী ভুয়া নথিপত্র জমা দিয়েছেন, এজন্য ভিসা প্রক্রিয়ায় দেরি হচ্ছে। এ সফরে বিষয়টির সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতালির দূতাবাস ও ভিএফএস গ্লোবাল আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং প্রতারণার ফাঁদে না পড়তে আহ্বান জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বৈঠক হবে। বৈঠকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, নতুন অভিবাসন নীতির আওতায় ইতালি আলবেনিয়া হয়ে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে। তাই বাংলাদেশ সরকার সফরে ইতালিকে অনুরোধ করবে, যেন এই কঠোরতা বাংলাদেশের নাগরিকদের ওপর না পড়ে।
এ বছর ইতালি স্পন্সর ভিসায় প্রায় ১ লাখ ৯১ হাজার কর্মী নেবে, তবে সেই তালিকায় বাংলাদেশ নেই। ফলে প্রবাসীরা সরকারের কাছ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন।
১১৮ বার পড়া হয়েছে