রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, হতাহতের ঘটনা নেই

সোমবার, ৫ মে, ২০২৫ ৩:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
স্টেশন সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস সকাল ৬টায় যাত্রা শুরু করে এবং রাজশাহী স্টেশনে পৌঁছায় সকাল ৭টার দিকে। এ সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে দেখা যায়, ট্রেনটির ‘ঠ’ বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে, যার ফলে বগিটির এক পাশে থাকা চারটি চাকা রেললাইন থেকে নিচে নেমে যায়।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের মতে, প্ল্যাটফর্মে ঢোকার সময় শব্দটি শোনা যায় এবং যাত্রীরা দ্রুত বগি থেকে নেমে যান। যাত্রী মনি মিয়া জানান, “ট্রেনটি যখন প্ল্যাটফর্মের কাছে আসে, তখন বিকট শব্দ হয়। ছুটে গিয়ে দেখি একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে।”
ঘটনার পরপরই রেলওয়ের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক শহীদুল ইসলাম জানান, ‘ঠ’ বগির একটি চাকা ফেটে যাওয়ায় এ ঘটনা ঘটে। দ্রুততম সময়ে উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এই ঘটনার কারণে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে অন্য আন্তনগর ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেছে, শুধু চাঁপাইনবাবগঞ্জ রুটের একটি লোকাল ট্রেন আটকে আছে বলে জানান স্টেশন ম্যানেজার।
১১৩ বার পড়া হয়েছে