হাসনাতের গাড়িতে হামলায় জড়িত সন্দেহে আটক ২, এনসিপির বিক্ষোভ মিছিল

রবিবার, ৪ মে, ২০২৫ ৭:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
রোববার (৪ মে) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হল, গাজীপুর মহানগর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান সাংবাদিকদের জানান, ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে। হামলায় জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায় চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে আসা সশস্ত্র দুর্বৃত্তরা। এতে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে, হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি। রাতেই রাজধানীর বাংলামোটর থেকে টিএসসি অভিমুখে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।
মিছিলে অংশগ্রহণকারীরা “হাসনাত, হাসনাত”, “আপস নয় সংগ্রাম”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন চাই” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
দলটির পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
ঘটনাস্থলে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন। নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ঘটনাটি রাজনৈতিক সহিংসতা হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১০৬ বার পড়া হয়েছে