নড়াইলে পাওয়ার ট্রিলার দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

রবিবার, ৪ মে, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের সদর উপজেলার শুভারঘোপ গ্রামে পাওয়ার ট্রিলার নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুদি দোকানের ওপর উল্টে পড়লে হুসাইন শেখ (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার (৩ মে) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত হুসাইন শেখ শুভারঘোপ গ্রামের রমজান শেখের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হুসাইন বাড়ির পাশে স্কুলসংলগ্ন একটি মুদি দোকানে খাবার কিনতে গিয়েছিল। এ সময় মাঠ থেকে ধান বোঝাই করে নিয়ে আসা একটি পাওয়ার ট্রিলারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে থাকা হুসাইনের ওপর গাড়িটি উল্টে ফেলে। এতে ঘটনাস্থলেই গুরুতর আঘাত পায় সে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরীফ মো. হাসান ফেরদৌস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১১৯ বার পড়া হয়েছে