সর্বশেষ

সারাদেশ

নড়াইলের লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম, নড়াইল
শরিফুল ইসলাম, নড়াইল

রবিবার, ৪ মে, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে নিজ ঘর থেকে রাহাজ কাজী (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাহাজ কাজী ওই গ্রামের মৃত জয়নাল কাজীর ছেলে এবং ঢাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাহাজ নিজ ঘরে ঘুমাতে যান। সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন