সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত

রবিবার, ৪ মে, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, স্বাধীন সাংবাদিকতা টিকিয়ে রাখতে সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই।
তারা বলেন, অতীতে সাংবাদিকদের দলীয় ট্যাগ দিয়ে কোণঠাসা করার যে প্রবণতা ছিল, তা সরকারের পরিবর্তন হলেও এখনো অব্যাহত রয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন, মব ভায়োলেন্সের (জনতার হামলার) আশঙ্কায় সংবাদকর্মীদের মধ্যে সেল্ফ-সেন্সরশিপের প্রবণতা তৈরি হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতা বিপন্ন করছে। বক্তারা মনে করিয়ে দেন যে, স্বাধীন সাংবাদিকতার অনুপস্থিতি কোনো রাষ্ট্রের জন্য শুভবার্তা নয়।
সভায় সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় মৌলিক নীতিমালা অনুসরণ, গণমাধ্যমের স্বাধীনতার আন্তর্জাতিক মূল্যায়ন, হস্তক্ষেপ রুখে দাঁড়ানোর অঙ্গীকার, এবং আত্মত্যাগী সাংবাদিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের ওপর সকল প্রকার নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলায় বন্ধের দাবি জানিয়ে বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান। তারা বলেন, সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং স্বাধীনতা, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী। বক্তব্য দেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, দৈনিক দৃষ্টিপাতের জিএম নূর ইসলাম, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বৈশাখী টিভির শামীম পারভেজ, ৭১ টিভির বরুণ ব্যানার্জি, বাংলাভিশনের আসাদুজ্জামান, চ্যানেল ২৪-এর আমিনা বিলকিস ময়না, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, এবং আরও অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বেতারের আবুল কাশেম ও বাংলানিউজের তানজির কচি। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিলনায়তনে গিয়ে শেষ হয়।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসটি ১৯৯৩ সাল থেকে প্রতি বছর ৩ মে পালিত হয়ে আসছে, যার মূল প্রতিপাদ্য হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র ও উন্নয়নের জন্য এর গুরুত্ব তুলে ধরা।
১১৬ বার পড়া হয়েছে