সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় সাপাহার ও মহাদেবপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

রবিবার, ৪ মে, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর সাপাহার ও মহাদেবপুর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩ মে) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার মধুইল আলিয়া মাদ্রাসা পাড়া এলাকার সায়েম আলীর ছেলে ফরহাদ হোসেন (২০) এবং মহাদেবপুর উপজেলার শুখনা গোপালপুর গ্রামের শফি মণ্ডলের ছেলে আতোয়ার হোসেন (৪৫)।

সাপাহার থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন তার দুই বন্ধু রিফাত ও শিশিরকে নিয়ে জবই বিল ভ্রমণের উদ্দেশ্যে সাপাহার জিরো পয়েন্ট থেকে মোটরসাইকেল ভাড়া করে রওনা হন। পথে উপজেলার মানিকুড়া-জবই বিল আঞ্চলিক সড়কের সৈয়দপুর এলাকায় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই ফরহাদ মারা যান। আহত রিফাত ও শিশিরকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাপাহার থানার ওসি আব্দুল আজিজ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

অন্যদিকে, মহাদেবপুর উপজেলার নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আতোয়ার হোসেন নিহত হন। মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, শনিবার মহাদেবপুর হাট শেষে আতোয়ার সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাকটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা পালিয়ে যাওয়ার চেষ্টা করা ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

উভয় ঘটনায় সাপাহার ও মহাদেবপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন