আইনজীবীর মৃত্যুতে আদালত কার্যক্রম আংশিক স্থগিত, হচ্ছে না চিন্ময়ের শুনানি

রবিবার, ৪ মে, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম. আই. ফারুকীর মৃত্যুতে আজ (রোববার) দেশের সর্বোচ্চ আদালতে বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখা হয়েছে।
ফলে আজ চেম্বার আদালতে নির্ধারিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হচ্ছে না।
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন আপিল বিভাগের কার্যক্রম চলবে বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম চলবে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। এরপর প্রধান বিচারপতির নির্দেশে সকল বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র আইনজীবী এম. আই. ফারুকীর মৃত্যুতে প্রধান বিচারপতি শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, আজকের শুনানি স্থগিত হওয়ায় আগামীকাল (সোমবার) শুনানি অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আদালতের প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে, এবং বিচারপ্রার্থী ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেলা ১১টার দিকে আদালত প্রাঙ্গণে ছাত্রসমাজের পক্ষ থেকে আইনজীবী আলিফ হত্যার বিচার ও চিন্ময়ের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
গত ৩০ এপ্রিল রাষ্ট্রপক্ষ জানায়, হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে শুনানি হবে ৪ মে চেম্বার আদালতে। এর আগে হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময় দাসকে জামিন দেন। পরে সন্ধ্যায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাস গত পাঁচ মাস ধরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
১২২ বার পড়া হয়েছে