নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

রবিবার, ৪ মে, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের কয়েকটি সুপারিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিটটি দায়ের করেন।
রওশন আলী প্রথম আলোকে জানিয়েছেন, রিটের শুনানি আগামীকাল সোমবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রকাশিত ও আলোচিত কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো করা হয়েছে, তার কিছু ইসলামি শরিয়তের বিধান, দেশের জনগণের ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিষয়টিকে ‘গুরুত্বপূর্ণ ও জাতীয়ভাবে স্পর্শকাতর’ হিসেবে উল্লেখ করে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
রিটে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ তিনটি মন্ত্রণালয় এবং নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। আবেদনকারীর পক্ষ থেকে আদালতে রুল জারির অনুরোধ জানানো হয়েছে—প্রতিবেদনের ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর অধ্যায়ের সুপারিশগুলো কেন বেআইনি ও কার্যকারিতা–বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে।
১২১ বার পড়া হয়েছে